ডোমকল, মুর্শিদাবাদ- পঞ্চায়েত নির্বাচনে অশান্তি এড়াতে অবশেষে জেলায় পা পড়ল কেন্দ্রীয় বাহিনীর। রবিবার বিকেলে এক কোম্পানি বিশিষ্ট কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে পৌছায় মুর্শিদাবাদের ডোমকলের কাটাকোপরা এলাকার কর্মতীর্থে। সেখান থেকেই এখন শুরু হবে টহল, রুটমার্চ। রবিবার সন্ধেতেই মুর্শিদাবাদের রানীনগরের সেখপাড়া এলাকায় চলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সথে ছিলেন রানীনগর থানার পুলিশ ও। ঠিক তার পরের দিন সাগর পাড়া এলাকায় চলে রুটমার্চ। সাগরপাড়ার রৌশননগর, বারোমাসিয়া সহ নরসিংহপুর এলাকায় চলে রুটমার্চ। উল্লেখ্য, রাজ্য পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরে মনোনয়ন দাখিলের শুরু থেকেই অশান্তির ছবি উঠে আসে বিভিন্ন জেলাজুড়ে। তারিই মধ্যে মুর্শিদাবাদের ইসলামপুরে মনোনয়নের প্রথমদিনেই অশান্তির ছবি উঠে আসে। পরে ডোমকল, রানীনগর। রানীনগরে একাধিক বাড়ি ভাঙ্গচুরের ঘটনা থেকে বোমাবাজি মারধরের অভিযোগ ও উঠে এসেছে এখন পর্যন্ত। আর সেইসব অশান্তি এড়াতে এবার জেলায় পা রাখলেন কেন্দ্রীয় বাহিনী। রবিবার এক কোম্পানি বিশিষ্ট কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি দল এসে পৌছায় ডোমকলে। সেদিনিই রানীনগরে চলে রুটমার্চ। সোমবার সাগরপাড়ার বিভিন্ন এলাকায় রুটমার্চ করা হয়। রুটমার্চেও উপস্থিত ছিল সাগরপাড়া থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনী আসতেই ভোটারদের সাহস যোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।
জেলার জেলায় পা পড়তেই শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ