অভীক পুরকাইত – আজ হুল দিবস। ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও জোতদার, জমিদারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু আদিবাসী মানুষ প্রাণ হারিয়েছিলেন। বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু-কানহু। চরম দমন-পীড়ন চালিয়ে এই বিদ্রোহ দমন করা হলেও প্রায় ছয়মাস এই বিদ্রোহ চলেছিল। হাজার, হাজার সাঁওতাল আদিবাসীর সঙ্গে অন্যান্য অন্ত্যজ শ্রেণির মানুষ সামিল হয়েছিলেন এই বিদ্রোহে।
সময়ের সাথে সাথে শোষণের ধরণ পালটেছে। শাসক শ্রেণি আদিবাসীদের জল-জমি-জঙ্গলের ওপর অধিকার কেড়ে নিতে উদ্যত। জাতিসত্ত্বা বিকাশের নামে আদিবাসীদের বিচ্ছিন্ন করার অপপ্রয়াস অব্যাহত।
প্রতিবছর হুল দিবস নতুন, নতুন তাৎপর্য নিয়ে আসে। এবারে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আবহে আদিবাসী সহ শ্রমজীবী মানুষের সামনে সুযোগ এসেছে শাসক গোষ্ঠীর লুঠেরাদের সমুচিত জবাব দেবার; বিভাজনের রাজনীতিকে পরাজিত করার। এই লক্ষ্যে আগামী কয়েকদিনে আমাদের প্রস্তুতিকে আরো তুঙ্গে তুলতে হবে।
Uncategorized ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বিবৃতি