পাথর প্রতিমার লোকালয়ে কুমির আতঙ্কে এলাকাবাসী, বনদপ্তরের পক্ষ থেকে কুমিরটিকে ধরা হলো,ছাড়া হবে গভীর সমুদ্রে
পাথর প্রতিমার লোকালয়ে কুমির আতঙ্কে এলাকাবাসী

অভীক পুরকাইত – পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দন পুর গ্রাম পঞ্চায়েতর ভুলুগিরির ব্রীজ সংলগ্ন এলাকায় সুতি খাল থেকে আজ সকালে হঠাৎ করে একটি কুমির লোকালয়ে দেখতে পায় এলাকার মানুষ, পাশের একটি পুকুরের পাড়ে আরামে রোদ পোওয়া ছিল। কুমির, দেখে চিৎকার করে এলাকার মানুষকে ডাকো
আর কুমির দেখতে হুড়হুড়ি পড়ে যায় এলাকার মানুষের, সুতিখালী কুমির আসবে কি করে নানান জিজ্ঞাসা, কিন্তু সত্যি সত্যি যে কুমির এসেছে কেউ কেউ বিশ্বাস করলেও অনেকেই বিশ্বাস করেনি, শেষ পর্যন্ত যখন বনদপ্তর ধরে ফেললো চক্ষু চড়ক গাছ, এতো বড়ো কুমির লোকালয়ে কিভাবে এলো। সকাল ১২ টা থেকে কুমির ধরার জন্য বনদপ্তরের লোকজন হিমশিম খেতে থাকে। যখন সবে বিকালে প্রস্তুতি নেওয়া হচ্ছে আজ আর নয় আগামীকাল সকালে চেষ্টা করা হবে। আর ঠিক তখনই কুমিরটি ভেসে ওঠে। বনদপ্তরের বিট অফিসার সনৎকুমার দেবের নেতৃত্বে বনদপ্তরে কর্মীরা জাল নিয়ে নেমে পড়ে পুকুরে আর শেষ পর্যন্ত সফল হয়, ধরা পড়ে কুমির। কুমিরটি ইতি মধ্যে কুয়েমুড়ি বিট অফিসে লঞ্চে তোলা হয়েছে কুমিরটিকে ছাড়া হবে গভীর সমুদ্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 20 =