সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে বিক্ষোভ বজবজে
সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে বিক্ষোভ বজবজে

অভিক পুরকাইত –ডাক্তারের গাফিলতিতে মারা গেল সদ্যজ্জাত শিশু । হ্যাঁ কথাটা ঠিকই শুনেছেন মানুষ ঈশ্বরের পরেই ভরসা করে ডাক্তারকে । আর সেই ডাক্তারের ওপর জীবন ছেড়ে দেয় সাধারণ মানুষ। ঠিক তেমনি এক দুঃখজনক ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বজবজ চার নম্বর ওয়ার্ড সিসি কর্মকার রোডের বাসিন্দা সাগর দাস ও পায়েল দাস নামে এক দম্পতির সঙ্গে।

বজ বজের এক বেসরকারি হাসপাতালের কর্মরত ডাক্তার তরুণ আদক তিনি দীর্ঘদিন ধরে সাগর দাসের স্ত্রী পায়েল দাস কে চেকআপ করতেন এবং একাধিকবার বিভিন্ন ওষুধ ও টেস্ট এর মাধ্যমে হাজার হাজার টাকা নিয়েছেন। গত ১৮ তারিখ বাচ্চা হওয়ার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঐ বজবজের বেসরকারি হাসপাতালে পরের দিন ১৯ তারিখ বাচ্চাটি ভুমিষ্টি হবার পর ডাক্তার তরুণ আদক বাড়ির লোককে বলেন বাচ্চাটির অবস্থা আশঙ্কা জনক আপনারা কলকাতায় নিয়ে চলে যান । অথচ বাচ্চাটি তখন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। তারপরও ১০০০০ টাকা জমা নিয়েছে ডাক্তার তরুণ আদক । । এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ জানাই ওই দম্পতি, কিন্তু এখনো পর্যন্ত বজবজ থানার তরফ থেকে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি তাই ক্ষোভে ফাঠছে এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + twenty =