অভীক পুরকাইত,কলকাতা — সুপ্রিম কোর্টের নির্দেশের পরই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক হিসাবে কর্মরত ৯০৭ জনের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এই শিক্ষকদের উত্তরপত্রে গরমিলের অভিযোগ উঠছিল।কলকাতা হাইকোর্টে ববিতা সরকারের করা একটি মামলায় গত ৭ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল তারা-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করতে হবে কমিশনকে।ববিতার করা অভিযোগের ভিত্তিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি উত্তরপত্রও প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি নিজেই। তবে বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন এই ৯০৭ জন শিক্ষকের কয়েকজন।তবে ডিভিশন বেঞ্চে মামলা উঠলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল থাকে। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষকদের একাংশ। শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশের কিছু অংশে সুপ্রিম কোর্ট পরিবর্তন আনে। এরপর উত্তরপত্র প্রকাশের নির্দেশের স্থগিতাদেশ দেয় আদালত। সুপ্রিম কোর্ট জানায়, ওএমআর শিট লোকপ্রকাশ্যে না এনে মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে।তবে উত্তরপত্র প্রকাশ বিষয় এক সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহ পরে শীর্ষ আদালতেই এই মামলার পরবর্তী শুনানি হবে।যদিও হাইকোর্টের নামের তালিকা প্রকাশের নির্দেশে কোনও নিষেধাজ্ঞা দেয়নি সুপ্রিম কোর্ট। এরপরেই বুধবার স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের তরফে ৯০৭ জনের নাম এবং রোল নম্বর প্রকাশ করা হয়েছে। এরপর এই ৯০৭ জনের চাকরির ভবিষ্যত কী সেটাই দেখার। সেই দিকেই তাকিয়ে শিক্ষক মহল থেকে সাধারণ মানুষ।
কলকাতার ও .এম. আর এ গরমিল! সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে তালিকা প্রকাশ করল...