বজবজের কান্ডে মোট ৩৪ জন অভিযুক্তর মধ্যে ৯ জন মহিলাও রয়েছে
৩৪ জন অভিযুক্তর মধ্যে ৯ জন মহিলাও রয়েছে

গতকাল রাতেই মহেশতলা এবং বজবজ থানার যৌথ উদ্যোগে মোট কুড়ি হাজার কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। পাশাপাশি মহেশতলা থেকে ১২ জন এবং বজবজ থানা থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বজবজ কান্ডে মোট ৩৪ জন অভিযুক্তর মধ্যে ৯ জন মহিলাও রয়েছে যাদেরকে আজ নিম্নলিখিত ধারায় আলিপুর কোর্টে পাঠানো হলো,১৮৮/২৮৫/২৮৬ আইপিসি ও ২৪ডাব্লুবি সার্ভিস ধারায়,মহেশতলা থানা থেকে সিআইডির প্রতিনিধি রা গতকালকের বিস্ফোরণ স্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 12 =