বড়ঞা ঘটনায় হস্তক্ষেপ করলেন মাননীয়  হাইকোর্ট
সত্যাগ্রহ অবস্থানে বসেছেন অধীর রঞ্জন চৌধুরী

বড়ঞা ঘটনায় হস্তক্ষেপ করলেন মাননীয় হাইকোর্ট। সমস্ত কংগ্রেস প্রার্থীদের যাঁদের ফর্ম B গতকাল ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছিলো, সেই সমস্ত কংগ্রেস প্রার্থীদের ফর্ম ‘B’ নতুন করে উপযুক্ত পুলিশি নিরাপত্তায় গ্রহণের নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য বড়ঞায় গণতন্ত্র হত্যার প্রতিবাদে এবং যে সমস্ত কংগ্রেস প্রার্থীদের ফর্ম B গতকাল ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিলো, তাঁদের প্রত্যেকের ফর্ম B নতুন করে জমা নেওয়ার দাবিতে গতকাল দুপুর থেকে আজ পর্যন্ত টানা সত্যাগ্রহ অবস্থানে বসেছেন জননেতা অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি আইনি লড়াইয়েরও পথ বেছে নেওয়া হয়েছিলো। প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান সৌম্য আইচ রায় আজ একই দাবিতে আদালতে আপিল করেন, আইনজীবী হিসাবে ছিলেন প্রতীপ চ্যাটার্জী। কোলকাতা হাইকোর্টে বুধবার এই নিয়ে শুনানির পর মাননীয় বিচারপতি সমস্ত ব্যাপারটিতে হস্তক্ষেপ করেন এবং কংগ্রেস প্রার্থীদের B ফর্মগুলি নতুন করে গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + sixteen =