1. দিদির সবুজ সাথী সাইকেল চালিয়ে মাথাভাঙ্গার গোপালপুরে প্রচার অরূপ বিশ্বাসের
    দিদির সবুজ সাথী সাইকেল চালিয়ে মাথাভাঙ্গার গোপালপুরে প্রচার অরূপ বিশ্বাসের

    দিনহাটা:দিনহাটায় ক্যারামের পর এবার মাথাভাঙ্গা গোপালপুরে সবুজ সাথীর সাইকেল। কোচবিহারে লাগাতার চলছে হেভি ওয়েট প্রচার। রবিবার সকালে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে দেখা গেল সবুজ সাথের সাইকেল চালিয়ে গ্রামের মানুষের কাছে পঞ্চায়েত ভোট প্রচারে। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা নেতৃত্ব ফিরেন বর্মন এবং চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। অভিনব প্রচার শুরু করেছেন রাজ্যের মন্ত্রীরা। শনিবার অরূপ বাবু জেনাটা য় গ্রামবাসীদের সাথে খেলেছিলেন ক্যারাম। আজ সবুজ সাথীর সাইকেল নিয়ে প্রচার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মহিলা কেন্দ্রিক প্রকল্প এবং ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা প্রদান বাংলার শিক্ষা ব্যবস্থাকে অনেকটাই উন্নত করেছে। কার মাধ্যমেই একটা সমাজ সমৃদ্ধি প্রাপ্ত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান প্রকল্প এই সবুজ সাথী। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী রা স্কুলে আসতে সমস্যা হতো, সেই সমস্যা দূরীকরণে সবুজ সাথীর সাইকেল দিয়ে ছাত্র-ছাত্রীদের অনেকটাই হুলুখী করেছে রাজ্য সরকার। তাই মুখ্যমন্ত্রীর প্রতিটি উন্নয়নকেই সামনে রেখে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের হাতিয়ার হয়ে উঠতে চলেছে বাংলা। এদিন গোপালপুরের অনেকটা এলাকায় তিনি সাইকেলের মাধ্যমে প্রচার করেন। তিনি নিজেও বলেন একসময় আমরাও সাইকেল নিয়েই স্কুলে যেতাম। আমি নিজেও মাটির মানুষ। মানুষের জন্যই কাজ করে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + five =