ছবি : সুদীপ চন্দ

সুদীপ চন্দ ও রানা চক্রবর্তীকলকাতা : সবুজ-মেরুন যেন এখন অপ্রতিরোধ্য। বুধবার বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিল মোহনবাগান। ঘরের মাঠে খেলার ফলে কিছুটা অ্যাডভান্টেজ ছিল। তবে গতবার আইএসএলের রানার্স-আপ বেঙ্গালুরুর চেষ্টায় ত্রুটি ছিল না। শেষমেশ বুমোসের গোলে ১-০ ব্যবধানে জিতল মোহনবাগান।

ছবি : সুদীপ চন্দ

মোহনবাগান সুপার জায়ান্টসের ফোকাস এখন সেই এএফসি কাপের ম্যাচের দিকে। সেই ম্য়াচটাও কলকাতায়। আর এদিনের জয় তাদের সেই ম্যাচের আগে আত্মবিশ্বাস জুগিয়ে গেল। আপাতত আইএসএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল ফেরান্দোর দল। আজ যুবভারতীতে ম্যাচের শুরুর দিকে মোহনবাগানকে চাপে রেখেছিল বেঙ্গালুরু। অনিরুদ্ধ থাপা একটি গোললাইন সেভ করেন। ৬৭ মিনিটে একমাত্র গোলটি করেন হুগো বুমোস।

ছবি : সুদীপ চন্দ

বুমোসের গোলের পরও আক্রমণ শানাতে থাকে মোহনবাগান। ৭৫ মিনিটে মোহনবাগানের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল করে ফেলেন বেঙ্গালুরুর সুরেশ। লাল কার্ড দেখেন তিনি। এর পর ম্যাচের অতিরিক্ত সময়ে বেঙ্গালুরুর রোশনও লাল কার্ড দেখেন।

ছবি : সুদীপ চন্দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 5 =