• রাজ্যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই বাইক চুরি চক্রের হদিস সোনারপুরে
    বাইক চুরি চক্রের হদিস সোনারপুরে
    অভীক পুরকাইত,সোনারপুর -রাজ্যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই বাইক চুরি চক্রের হদিস সোনারপুরে ৷ রীতিমত বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন এলাকা রেইকি করে চলছিল বাইক চুরির কাজ ৷ মুলত ভোরবেলা এই অপারেশন করা হত বলে জানা গিয়েছে ৷ রাজপুর সোনারপুর পুর এলাকার ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের নানান জায়গা থেকে বাইক চুরির অভিযোগ দায়ের হচ্ছিল সোনারপুর থানায় ৷ একাধিক বাইক চুরির অভিযোগ পেয়ে সোনারপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মন্ডলের নেতৄত্বে একটি টিম এলাকায় নজরদারি শুরু করে ৷ লোকাল সোর্স ও এলাকার সিসিটিভি খতিয়ে দেখে মোট ৮জনকে গ্রেফতার করা হয় ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে ১১টি বাইক উদ্ধার করে সোনারপুর থানার পুলিশ ৷ ধৄতরা অধিকাংশ রায়দিঘী, মথুরাপুর এলাকার বাসিন্দা ৷ সোনারপুরের সুভাসগ্রাম এলাকায় চুরি করার জন্যই তারা একটি বাড়ি ভাড়া নেয় ৷ বাইক চুরি করে সাথে সাথেই নাম্বার প্লেট বদলে দিত ধৄতরা ৷ শুধু তাই নয় বাইক চুরির আগে গ্যারেজে কাজও শিখেছে এরা প্রত্যেকেই ৷ বাইক চুরির পর বাইকের বিভিন্ন পার্টস খুলেও বিক্রি করে দিত অভিযুক্তরা ৷ দুটি বাইকের চুরি যাওয়া পার্টসও উদ্ধার করেছে পুলিশ ৷ এই ঘটনায় রাহুল দেব(১৯), ধ্রুব বিশ্বাস((১৮), সারবন চৌধুরি (১৮), বাসুদেব মন্ডল (১৯), তুফান গাজী (৪৫) , নাজবুল হোসেন (২৩), রাহুল গায়েন (২৩) ও পিন্টু হালদার (৩৪) এই আটজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৄতদের আদালতে তোলা হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ ৷ ধৄতরা সকলেই বাইক চুরি চক্রের সাথে জড়িত আছে বলে মনে করছে পুলিশ ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − six =