বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, খড়ের গাদায় আগুন বাসন্তীতে
বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, খড়ের গাদায় আগুন বাসন্তীতে
খড়ের গাদায় আগুন বাসন্তীতে

 

অভিক পুরকাইত,ঝড়খালিঃ বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে প্রার্থীর পরিবারের লোকদের মারধরের পাশাপাশি খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ঝড়খালি কোস্টাল থানার নফরগঞ্জ এলাকায়। নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৪১ নম্বর বুথের প্রার্থী লিপিকা মণ্ডল ও তাঁর স্বামীকেও মারধর এবং প্রাননাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। গ্রামের মানুষজন বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতিরা। রাতেই খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। বিজেপি প্রার্থীর অভিযোগ ভোটের দিন বুথে গেলে খুন করার হুমকি দিয়েছে তৃণমূলের দুষ্কৃতিরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার পর থেকে আতঙ্কিত ঐ বিজেপি প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − thirteen =