দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজ উৎসর্গের ১০৯৩ তম রক্ত দান শিবির শুরু হয়েছিল উল্টোডাঙ্গা থানার তত্ত্বাবধানে
ছবি – অনঘ বনিক

ছবি – অনঘ বনিক

অনঘ বনিক– দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজ উৎসর্গের ১০৯৩ তম রক্ত দান শিবির শুরু হয়েছিল উল্টোডাঙ্গা থানার তত্ত্বাবধানে, যার শুভ ফিতে কেটে উদ্বোধন করেন বিখ্যাত গায় ক শ্রী নচিকেতা ও যুগ্ম কমিশনার (ট্রেনিং) জনাব মেহমুদ আক্তার আইপিএস ও ইএসডির ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার শ্রী রাহুল দে মহাশয় সঙ্গে ছিলেন ডিসি ইএস ডি (টু )শ্রী অরুময় মুখার্জি, সহকারি কমিশনার শ্রী শুভেন্দু অধিকারী সহ ই এস ডি বিভাগের বিভিন্ন থানার অ্যাডিশনাল ওসি গন পরে এসে উপস্থিত হন মানিকতলা থানার ওসি মিনাল মুখার্জি ও শ্রী সৈকত নিয়োগী ওসি থানা, মানিকতলার প্রয়াত বিধায় ক সাধন পান্ডের পত্নী শ্রীমতি সুপ্তি পান্ডে মহাশয়, ১৩ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ও বড় চেয়ারম্যান অনিন্দ্য রাউত, ১২ ওয়ার্ড এর পৌর মাতা ডক্টর মিনাক্সি গাঙ্গুলী, তিন নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতি দেবিকা চক্রবর্তী ও ৫ নম্বর ওয়ার্ডের এবং বড় ২ এর চেয়ারম্যান শ্রী তরুণ সাহা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ডাক্তার প্রসূন ঘোষ ও বেদাগ্য শ্রী অজয় ভট্টাচার্য মহাশয়, আজকে বিশিষ্ট শ্রীমতি অনন্যা চ্যাটার্জি মহাশয়া (চেয়ারপারসেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন) উপস্থিত থেকে আমাদের প্রতিবেদকের কাছে এই রক্তদান শিবির সম্বন্ধে তার বক্তব্য রাখেন। এবং সর্বশেষ পুলিশ কর্মী সহ ৯১ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন বৃষ্টির জন্য বহু রক্তদাতা সময় মতন এই রক্তদান শিবিরে এসে হাজির হতে পারেননি আজকের রক্তদান শিবিরের বিভিন্ন বক্তা ও রক্তদানের ছবি ও রিপোর্ট আপনাদের কাছে পেশ করা হলো,,,,,,,, সর্বশেষে বিশেষ করে উল্টোডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শ্রী সুবর্ণ দত্ত চৌধুরীকে ধন্যবাদ এবং থানার বিভিন্ন অফিসাররা তাদের সংগীতের মাধ্যমে এই রক্তদান শিবির কে আরো বর্ণময় করে তোলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 9 =