ছবি– অনঘ বনিক
অনঘ বনিক– তীব্র রক্ত সংকটের মধ্যে আজ অনুষ্ঠিত হলো উৎসর্গের ১০৮৮ তম রক্তদান শিবির যার উদ্যোক্তা কলকাতা পুলিশের অন্তর্গত পোর্ট ডিভিশনে ওয়াট গঞ্জ থানা, শুভ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পোর্ট ডিভিশনের উপনগর পাল জনাব জাফর আজমল কি দোয়াই আইপিএস, উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছিলেন উপনগর পাল ২ শ্রী অতনু ব্যানার্জি, সহকারি নগর পাল শ্রী রমেশ রায় চৌধুরী, বিশ্বাস, শ্রী সম্রাট দত্ত, শ্রী প্রসেনজিৎ সৌম প্রমূখ, উপস্থিত ছিলেন শ্রী সিদ্ধার্থ চক্রবর্তী, ওসি একবালপুর, মনোজ ঝা, ওসি ন র্থ পোর্ট , শ্রী এস পি উপাধ্যায় ওসি ওয়েস্ট পোট, শ্রী অলক সরকার ওসি গার্ডেনরি চ, সেই পৃথ্বীরাজ ভটচার্জ ওসি মেটুয়াবুরুজ, শ্রী ময়ূর রায় ওসি নাদিয়াল ও মিস্টার ভুটিয়া ওসি রাজাবাগান ও করেয়া থানার ওসি শ্রী স্বপন পাহাড়ি, শ্রী চৈতন্য চার পায়ার,হেস্টিংস থানা ওসি এবং কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের ওসি প্রমূখ, উপস্থিত ছিলেন পোর্ট ডিভিশনের বিভিন্ন থানার অ্যাডিশনাল ওসি সহ পাক স্টীট থানার এডিশনাল ওসি শ্রী অমিত চ্যাটার্জী মহাশয়
এরপর রক্তদাতাদের রক্তদানে উৎসাহ দিতে আসেন কলকাতার মাননীয় মেয়র ও মন্ত্রী জনাব ফিরাদ হাকিম মহাশয় সঙ্গে ছিল কলকাতা পৌরসভার ৭৫ ৭৬ ও ৭৭ ওয়ার্ডের পৌরপিতা ও পৌর মাতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর কোর্টের স্পেশাল পিপি শ্রী গোপাল চন্দ্র হালদার মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডি আসিস এবং নিতাই মুখার্জি মহাশয় এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব শাখার পক্ষ থেকে সানোয়াজ সামি র, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী গণ ও বিশিষ্ট চিকিৎসক রা, এই অনুষ্ঠানে পুলিশ সহ ১০০ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত আগামী ভবিষ্যতের জন্য দান করেন, মেয়র এই অনুষ্ঠানের সফলতার জন্য ডিসি পোর্ট এবং ও সি শ্রী অয়ন ভৌমিকের প্রশংসা করেন ।