অনঘ বনিক – আজ সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কলকাতা পুলিশের উৎসর্গের ১০৯১তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বেনিয়াপুকুর থানায়, এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ-পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রী শুভঙ্কর ভট্টাচার্য মহাশয়। সঙ্গে ছিলেন ডি সি টু এসইডি শ্রী সৌমেন ভট্টাচার্য ছিলেন সহকারি কমিশনার রা ও ডিভিশনের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জরা অবশ্য সঙ্গে ছিলেন বিভিন্ন থানার অ্যাডিশনাল ওসিরা,ছিলেন পূর্ব ট্রাফিক গার্ডের ওসি ও সার্জেন্টরা আসেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন স্থানীয় এমএলএ শ্রী স্বর্ণ কমল সাহা, উপস্থিত হন এবংপশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পৌর মন্ত্রী ও কলকাতা কর্পোরেশনের মেয়র জনাব ফিরহাদ হাকিম মহাশয় স্বয়ং হাজির হন এবং বিভিন্ন রক্তদাতাদের প্রশংসা পত্র দেন সঙ্গে ছিলেন ৬০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা জনাব কাইসার
জামিল এবং সর্বশেষে আসেন বিধায়ক শ্রী দেবাশীষ কুমার মহাশয়, এছাড়াও সমাজের নানা স্তরে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, মেয়র পুলিশের এইরকম রক্তদান কর্মসূচি উদ্যোগী হওয়ার জন্য ভূসি প্রশংসা করেন, বক্তব্য রাখেন শ্রী স্বর্ণকমল সাহা ও শ্রী দেবাশীষ কুমার মহাশয়,এবং ৬০ নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর মহাশয় আজ এই রক্তদান শিবিরে পুলিশ সহ ৭৫ জন রক্তদাতা এই তাদের অমূল্য রক্ত দান করেন,আরো ইচ্ছুক ব্যক্তিরা সময়ের অভাবে রক্তদান করতে পারেননি।
কলকাতার কলকাতা পুলিশের উৎসর্গের ১০৯১তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বেনিয়াপুকুর থানায়