বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে আহত ৪২
বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে আহত ৪২

অভীক পুরকাইত,হুগলি– আজ শুক্রবার পথ দুর্ঘটনা হুগলি জেলার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের কাঁটালিতলা মোড়ে আরামবাগ- মেদিনীপুর রাজ্য সড়কের ওপরে। যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৪২জন যাত্রী।আহতদের মধ্যে ১২জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্থানীয়েরাই উদ্ধারকাজ শুরু করেন। ডাম্পারের চাকায় পড়ে আহত হয়েছেন দুই বাইক আরোহী। খবর পেয়েই ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ। আহতদের মধ্যে ১২জনকে ভর্তি করা হয়েছে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যাত্রিবাহী বাসটি বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদা যাচ্ছিল। ডাম্পারটি যাচ্ছিল কামারপুকুর থেকে আরামবাগের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি গাড়িই প্রচণ্ড গতিতে চলছিল। সেই সময়েই একটি বাইক যাত্রীবাহী বাসের সামনে চলে আসে। সেই বাইকটিকে বাঁচাতে গিয়েই বাসটির চালক ডাম্পারে গিয়ে ধাক্কা মারেন সজোরে। আবার বাইকটি সেই ডাম্পারের চাকার নীচে ঢুকে যায় বাসটিকে এড়াতে গিয়ে। এদিনের দুর্ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, রাস্তার দুই ধারে গাড়ি পার্কিংয়ের জন্যই রাজ্য সড়ক ক্রমশ সরু হয়ে যাচ্ছে। তার উপর স্পিড ব্রেকার তুলে দেয়া হয়েছে। যার পরিণতি এই দুর্ঘটনা। তাঁদের দাবি, ‘রাস্তার দু’পাশে গাড়ি পার্ক করার জন্যই এই দুর্ঘটনাগুলো হচ্ছে। গাড়িগুলো এমন ভাবে দাঁড় করানো থাকে যে, রাস্তা পারাপার করা যায় না। অবিলম্বে রাস্তার ওপরে গাড়ি পার্ক করা বন্ধ না হলে এই ধরনের দুর্ঘটনা হতেই থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − sixteen =