অনঘ বনিক– আজকে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী রইল কলকাতার সিএবি ক্লাব প্রাঙ্গণ এখানে ক্যালকাটা পুলিশ ক্লাব তাদের ২৫ জন প্লেয়ারকে ক্লাবের পক্ষ থেকে আগামী মরসুমের জন্য সই করালেন,১৯ জন নতুন, উল্লেখযোগ্য গতবার প্রথম ডিভিশনে 37 টি ক্লাবের মধ্যে তারা ১৮ তম স্থানে খেলা শেষ করে, গতবার উল্লেখযোগ্য অনেক বড় ক্লাবকে তারা ক্রিকেট খেলার নৈপুণ্যদ্বারা পরাজিত করেন তাই আজকের এই সই স্বাক্ষর অনুষ্ঠান খুব উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ক্লাবের জেনারেল সেক্রেটারি শ্রী মহাদেব চক্রবর্তী সিএবি র ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন , এবং সুষ্ঠু মতন অনুষ্ঠানটিকে পরিচালনা করেন কারণ কোচকৌশিক গুহ ব্যস্ততার কারণে কলকাতার বাইরে ছিলেন কিন্তু সহযোগী কোচ বুদ্ধদেব শেঠ উপস্থিত ছিলেন।

ছবি – অনঘ বনিক