ছবি : অনঘ বণিক

অনঘ বণিক, কলকাতা : আজ উনিশে আগস্ট কলকাতা পুলিশের “উৎসর্গ” এর ১০৮০তম এক বিশাল রক্তদান উৎসবের বর্ণময় আয়োজন করেন আনন্দপুর থানা। যার শুভ উদ্বোধন করেন পূর্ব বিভাগের উপনগর পাল আরিস বিলাল আইপিএস মহাশয়, উপস্থিত ছিলেন ডিসি টু ডিভিশন শ্রী সুদীপ্ত নাগ মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি নগর পাল চন্দন গুহ ও অভিজিৎ ঘোষ, ছিলেন পূর্ব বিভাগের বিভিন্ন থানার ওসি ও এডিশনাল ওসিরা এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী জাভেদ খান, মাননীয় কাউন্সিল র কলকাতা কর্পোরেশনের শ্রী সুশান্ত ঘোষ মহাশয়, উপস্থিত কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার টু শুভঙ্কর সিনহা সরকার এবং ছিলেন সমাজের গণ্যমান্য ডাক্তার ও আইনজীবী ও অধ্যাপক মন্ডলী, এই বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রক্তদান উৎসবে রক্তদাতাদের রক্তদানে যোগদান করার জন্য উৎসাহিত করেন এখানে মোট ৬৪ জন তার মধ্যে কুড়িজন পুলিশ কর্মী রক্ত দান করেন এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন আনন্দপুর থানার ওসি শ্রী সুমন নস্কর মহাশয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 14 =