ছবি সংগৃহীত

রানা চক্রবর্তীকলকাতা : আজ সিএফএল এ কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হয় পড়শী ক্লাব এরিয়েন্সের। খেলার কি অবশ্য আয়োজিত হয় নৈহাটি স্টেডিয়ামে। আজকের জয়ের ফলে ইস্টবেঙ্গল গ্রুপে শীর্ষস্থানেই রইল অপরদিকে এরিয়ানস এর সুপার সিক্স এ যাওয়ার পথ কঠিন হয়ে পড়ল। আজ প্রথম থেকেই ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। খেলা দ্বিতীয় মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বিষ্ণু। তার শট এরিয়ান গোলকিপার প্রতিহত করেন। এরপর কর্নার থেকেও ইস্টবেঙ্গল সুযোগ পেয়েছিল কিন্তু ফোন করতে পারিনি। বিক্ষিপ্তভাবে এলিয়েন্স কিছু সুযোগ পেলেও তা কাজে আসেনি অথবা ইস্টবেঙ্গল গোলকিপার আদিত্য পাত্র তা বাঁচিয়ে দিয়েছেন। প্রথমার্ধের ৬ মিনিট সংযুক্ত সময় দেন রেফারি এবং এই সময় ই ইস্টবেঙ্গল বাজিমাত করে। ৪৭ মিনিটে জেসিন দূরপাল্লার চমৎকার শটে দলকে এগিয়ে দেন। এর এক মিনিটের মধ্যেই নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন আমান। প্রথমার্ধে ২-০ এগিয়ে গিয়ে ইস্টবেঙ্গল একটু হালকা চালেই দ্বিতীয় অর্ধটা খেলে। এর ফলে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া হয়। না হলে আজ ইস্টবেঙ্গল আরো অনেক ব্যবধানে ম্যাচ জিততে পারতো। ৭৫ মিনিটে আমানের জায়গায় নামেন সুমন ও গুনরাজের জায়গায় নামেন মোহিত। তাতেও ইস্টবেঙ্গল আর ব্যবধান বাড়াতে পারিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =