দেউলার বাহুবলী ক্লাবে আচমকা হানা এসডিপিও মিতুন দে, উদ্ধার আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার ৪
দেউলার বাহুবলী ক্লাবে আচমকা হানা এসডিপিও মিতুন দে, উদ্ধার আগ্নেয়অস্ত্র সহ গ্রেপ্তার ৪

অভীক পুরকাইত,দেউলা:-
দক্ষিণ ২৪ পরগনা দেউলা স্টেশনের নিকট বাহুবলী ক্লাবে আচমকা হানা দিলেন ডায়মন্ড হারবার এফডিপিও মিতুন দে। আমরা সাধারণত এলাকার নামে অথবা মনীষীদের নামে এই বিভিন্ন এলাকার ক্লাবের নাম শুনি কিন্তু ক্লাবের নামই যদি হয় বাহুবলি ? ভাবা যায়। তাহলে বুঝুন কত কাণ্ড না ঘটে এই ক্লাবে। শেষমেষ ক্লাবের অস্তিত্ব মুছে দিলেন ডায়মন্ড হারবারের দাবাং অফিসার এসডিপিও মিতুন কুমার দে। খবর ছিল বেশ কয়েকদিন ধরেই। কিন্তু দুষ্কৃতীরা বুঝতেই পারেননি, তাদের উপর নজর রাখছিলেন ডায়মন্ড হারবারের এই দাবাং অফিসার। আজ আচমকায় উস্তি থানার ওসি বৈদ্যনাথ দাস এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসডিপিও মিতুন কুমার দে দেউলা স্টেশন লাগোয়া দৌলার বাহুবলী ক্লাবে হানা দেয়। উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ,দুই রাউন্ড গুলি চপার এবং নেপালা। এই ঘটনায় এখনো অবধি গ্রেফতার করা হয়েছে কুখ্যাত দুষ্কৃতী ফিরোজ মোল্লা( ওরফে লালটু), আজিজুল মোল্লা (ওরফ বেগো মোল্লা), শাহেদ গাজী এবং রাহুল গাজী। এছাড়াও গা ঢাকা দিয়েছে পাঁচ ছজন দুষ্কৃতী। এরা প্রত্যেকেই ওই এলাকায় ডাকাতি করা উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের ডাকাতি করা বানচাল হয়ে গেল। এই ঘটনা চাউর হতে এলাকার মানুষদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 8 =