আবারো ডেঙ্গুতে মৃত্যু,এবার ডেঙ্গুতে মৃত্যু হল ঠাকুরপুকুরে

অভীক পুরকাইত,কলকাতা :আবারো ডেঙ্গুতে মৃত্যু,এবার ডেঙ্গুতে মৃত্যু হল ঠাকুরপুকুর 125 নম্বর ওয়ার্ড ২ নম্বর বাছার পাড়ার পরেশ সাউ।গত শুক্রবার হসপিটালে ভর্তি হয় ব্লাড টেস্ট করলে ডেঙ্গু পজেটিভ হয়। গতকাল সন্ধ্যেবেলায় তার মৃত্যু হয়। এলাকার মানুষের বক্তব্য এখানকার কাউন্সিলর কোন কাজ করে না এবং এলাকার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। নিকাশি ব্যবস্থা কিছু নেই এক কথায় বলা যায় মশার আঁতুঘর হয়ে রয়েছে দু নম্বর বাঁচার পাড়া। স্থানীয় মানুষজনের বক্তব্য কোনো নিকাশি ব্যবস্থা নেই।তার জন্য বর্ষার জল সমস্ত জায়গায় জমে রয়েছে। এমনকি এ রাস্তার নিজেদেরকে রাবিশ ফেলতে হচ্ছে কর্পোরেশন থেকে কোন কাজ করছে না। এলাকায় ডেঙ্গুর আতঙ্ক রয়েছে বেশ কিছু পরিবারের মানুষজন জ্বরে আক্রান্ত। মাস দুয়েক আগে আরও একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই এলাকাতেই মৃত্যু হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =