টলিউড অভিনেত্রীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ঢালুয়ায় ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ হামলার জেরে আতঙ্কে পুরো পরিবার ৷ এই ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন তারা ৷ অভিনেত্রী সুচরিতা বিশ্বাসের সাথে ২০১১ সালে বিয়ে হয় নরেন্দ্রপুর থানা এলাকার শ্রীনগরের বাসিন্দা পিনাকী মজুমদারের সাথে ৷ ২০১৫ সালে তাদের মধ্যে ডিভোর্সও হয়ে যায় ৷ আচমকা ১০ তারিখ পিনাকী কয়েকজনকে নিয়ে এসে সুচরিতার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ৷ পরেরদিন অর্থাৎ ১১ তারিখেও হামলা চালানো হয়েছে বলে পরিবারের অভিযোগ ৷ জোর করে বাড়ির দরজা ভাঙা হয় ৷ অভিনেত্রী সেইসময় বাড়িতে ছিলেন না ৷ তার মা কল্পনা বিশ্বাস বাড়িতে ছিলেন ৷ তাকে মারধর করা হয় ৷ তার গয়না ছিনতাই করা হয় বলে অভিযোগ ৷ অভিনেত্রীর বাবা নিমাই চন্দ্র বিশ্বাসকেও মারধোর করা হয় ৷ ২ লাখ টাকা চাওয়া হয় ৷ জোর করে একটি চেকে ২ লক্ষ টাকা লিখিয়েও নেওয়া হয় এবং তাতে সাইনও করিয়ে নেওয়া হয় বলে দাবী নিমাই বাবুর ৷ এই ঘটনায় ১১ তারিখ রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় মারপিট করার অভিযোগ দায়ের হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

ঢালুয়ায় টলিউড অভিনেত্রীর বাড়িতে হামলা ও মা-বাবাকে মারধরের অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে, নরেন্দ্রপুর থানায় অভিযোগ
ঢালুয়ায় টলিউড অভিনেত্রীর বাড়িতে হামলা ও মা-বাবাকে মারধরের অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 20 =