পুরুলিয়া : পুরুলিয়ার রেলশহর আদ্রায় তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের খুনের ঘটনায় অবশেষে সেই শার্প শ্যুটারকে গ্রেফতার করতে সমর্থ হল জেলা পুলিশের সিট। ধৃতের নাম রত্নেশ কুমার পাণ্ডে। বিহারের গোপালগঞ্জ জেলার কেটিয়া থানা এলাকার বাসিন্দা সে। ধৃতকে শনিবার আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। একেবারে পাতলা চেহারার আঠাশ বছরের যুবক রত্নেশ ইতিমধ্যেই বেশ কিছু কথা জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে সেসব এখনই প্রকাশ করছে না পুলিশ। শুধু জানা গেছে গত ২২ শে জুন পুরুলিয়ার আদ্রা শহরে তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবেকে গুলি করে খুন করে তিন দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ তিন দুষ্কৃতীকে সনাক্ত করে। তাদেরই একজন হল এই রত্নেশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিন জন একসঙ্গে গুলি চালায় ধনঞ্জয়ের উপর। তারপর একটি গলি দিয়ে পালিয়ে যায় তারা। একটি চোরাই বাইকও ফেলে যায় তারা। বিস্তৃত ভাবে তদন্ত করার পর একটি সিসিটিভি ফুটেজে বাইকের উপর বসে থাকতে দেখা যায় তাকে। এই সূত্র ধরেই খোঁজ শুরু করে পুলিশ। সিটের কয়েক জন সদস্য বিহারের গোপালগঞ্জে গিয়ে ঘাঁটি গাড়েন। সব কিছু মিলিয়ে দেখা হয়। এরপরই গ্রেফতার করা হয় রত্নেশ পাণ্ডেকে। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরও দুই দুষ্কৃতীকে তারা শীঘ্রই ধরে ফেলবেন। আপাতত ধৃত রত্নেশকে জেরা করে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।