এবারও মাধ্যমিকে ভালো রেজাল্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। জেলার মোট ১৩ জন র‍্যাঙ্ক করেছে তারমধ্যে ১২ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। চতুর্থ হয়েছেন অনীশ বারুই, ষষ্ঠ হয়েছেব অনীক বারুই, আরেক যুগ্ম ষষ্ঠ সুতীর্থ পাল, সপ্তম অদৃজ গুপ্ত, অষ্টম শিবম মন্ডল, মোট তিনজন নবম স্থান দখল করেছেন তারা হলেন দেবজ্যোতি ভট্টাচার্য, আরিয়ান গোস্বামী, অর্কপ্রভ জানা এছাড়া দশম স্থানে আছেন শমীক মাহাত, সাগ্নিক মন্ডল, রফিত রানা লস্কর ও রুদ্রবীল দাস।

এবারও মাধ্যমিকে ভালো রেজাল্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। জেলার মোট ১৩ জন র‍্যাঙ্ক করেছে তারমধ্যে ১২ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের
এবারও মাধ্যমিকে ভালো রেজাল্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের । ছবি- অভীক পুরকাইত

 প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ জানান তিনি রেজাল্টে খুশি। তারা একটু অন্যরকমভাবে ছাত্রদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এবারও বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে তাতেই এই সাফল্য বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 10 =