পানীয় জল সমস্যা সমাধানের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করলেন ডুমুরিয়া গ্রামের মহিলারা
পানীয় জল সমস্যা সমাধানের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করলেন ডুমুরিয়া গ্রামের মহিলারা

হাঁসফাঁস করা গরমের সময় প্রবল জল সংকটে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ডুমুরিয়া গ্রামের বাসিন্দারা।বাধ্য হয়ে গ্রামের পানীয় জল সমস্যা সমাধানের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করলেন ডুমুরিয়া গ্রামের মহিলারা। বুধবার গ্রামের মহিলারা একত্রিত হয়ে গোপীবল্লভপুর- নয়াগ্ৰাম ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় গুরত্বপূর্ণ রাস্তার যান চলাচল। অবশেষে গোপীবল্লভপুর থানার এএসআই স্বপন কুমার দে, স্থানীয় ভিলেজ পুলিশ রবীন্দ্র সুঁই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।তবে উপযুক্ত আশ্বাস ছাড়া গ্রামবাসীরা অবরোধ তুলতে নারাজ হওয়ায় শেষমেশ গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত ঘোষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − three =