সুদীপ চন্দ ও রানা চক্রবর্তী, কলকাতা : আজ কিশোর ভারতী স্টেডিয়ামে গ্রুপ এর দ্বিতীয় খেলায় মোহনবাগান সহজেই পাঞ্জাব এফসিকে ২-০ (Melroy (OG) 23’, Boumous 48’) গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল।
আজ অবশ্যই মোহনবাগান আগের দিনের সেই গতি দেখাতে পারেনি মূলত বৃষ্টির কারণে। তারা কিন্তু শনিবার ডার্বির আগে নিজেদের বেশ গুছিয়ে নিল। প্রথম অর্ধেক ২৩ মিনিটে মেলরয় নিজের গোলে বল ঢুকিয়ে দেন মানভীরের ক্রস ক্লিয়ার করতে গিয়ে। মেরিনার্স রা ১-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের মাথায় বুমাস খুব সহজেই একটি দর্শনীয় গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন। ফলে মোহনবাগান ৩ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল। পাঞ্জাব দলটি অবশ্য মাঝে মাঝে কিছু প্রতি আক্রমণে যায়। জোয়ান মিরার শট বারে লেগে ফিরে আসে সেটাই পাঞ্জাব দলের একমাত্র সুযোগ। বাকি আক্রমণ গুলি মোহনবাগান ডিফেন্ডারদের পাঁচিলের ধাক্কা খেয়ে ফিরে আসে। পাঞ্জাবের পরবর্তী খেলা যুবভারতীতে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে।