রানা চক্রবর্তী, কলকাতা : ডুরান্ড গ্রুপ “এ” থেকে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল ইস্ট বেঙ্গল। আজ গ্রুপের শেষ খেলায় তারা পাঞ্জাব এফসিকে ১-০ গোলে পরাজিত করে। প্রথমার্ধের ২২ মিনিটে এই গোলটি করেন সিভেরিও। কিশোর ভারতী স্টেডিয়ামে আজ খেলার শুরুতে পাঞ্জাব বেশ কিছুক্ষণ ইস্টবেঙ্গল ডিফেন্সকে চাপে রাখে। ধীরে ধীরে ইস্টবেঙ্গল ছোট ছোট পাস খেলে খেলা নিজেদের দখলে নিয়ে আসে। এরপর খেলার ২২ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁয়ে গোল। খেলার ৪০ মিনিটে ইস্টবেঙ্গল আরও একটি সুযোগ পেয়েছিল কিন্তু ক্রেস্পর হেড বার ছুঁয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল মোটামুটি হালকা চালেই খেলে যদিও মাঝের কিছুক্ষণ দুজনেরই খেলা কিছুটা উদ্দেশ্যহীন ছিল। আজও ইস্টবেঙ্গলের মাঝ মাঠে নজর করেন সৌভিক চক্রবর্তী। শেষ দিকে ইস্টবেঙ্গল কোচ মাঠের নামান ক্লিনটন সিলভা ও নতুন আশা স্প্যানিশ প্লেয়ার পারদো কে। এই দুই প্লেয়ার অবশ্য এখনো বলবার মতো পারফরম্যান্স দেখান নি। ম্যাচের ৮২ মিনিটে ক্লিনটন সিলভা একটি সহজ সুযোগ নষ্ট করেন। আজ জেতার ফলে ইস্টবেঙ্গল সরাসরি চলে গেল কোয়ার্টার ফাইনালে। মোহনবাগান কে এখন অপেক্ষা করতে হবে গোল এভারেজ ও অন্য দলের খেলার ওপর।