চার বছরের স্নাতক চালু করার নামে বিজেপি'র শিক্ষানীতি এই রাজ্যে লাগু করা চলবে না : আইসা
চার বছরের স্নাতক শিক্ষানীতি এই রাজ্যে লাগু করা চলবে না : আইসা

অভীক পুরকাইত — বিশ্ববিদ্যালয় গুলোতে চার বছরের স্নাতকস্তরের পাঠক্রম লাগু করার বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী সম্মতি জানিয়েছেন। শিক্ষার বেসরকারীকরণের নীল নকশা হিসাবে তৈরি করা নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০বলে মনে করছে আইসা। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেও খর্ব করে, সেই শিক্ষানীতিকে এই রাজ্যে লাগু করার অপচেষ্টা বলে জানায় এই সংগঠন। রাজ্যের শিক্ষাঙ্গণে চূড়ান্ত পরিকাঠামোহীনতার মধ্যে, এই চার বছরের স্নাতক স্তরের পাঠক্রম লাগু করলে একটা বড়ো অংশের প্রান্তিক পড়ুয়াই শিক্ষাঙ্গন থেকে বাইরে চলে যেতে বাধ্য হবে মত আইসার। এই ব্যবস্থার মধ্যে ব্যাপকভাবে ফী বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে।
আমরা অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, বিজেপি’র শিক্ষানীতির মডেলকে এই রাজ্যে লাগু করার সমস্ত চক্রান্তকে ধিক্কার জানায় আইসা। একইসঙ্গে রাজ্যের সমস্ত শিক্ষানুরাগী, পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ গণতান্ত্রিক সমস্ত কন্ঠস্বরকে সম্মিলিতভাবে রাজ্যের শিক্ষাক্ষেত্রকে বাঁচিয়ে রাখতে, এই রাজ্যে বিজেপি’র শিক্ষানীতিকে রুখে দিতে বৃহত্তর আন্দোলনের আহ্বাণ সংগঠনের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =