একাধিক পুজো উদ্বোধন করলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম
একাধিক পুজো উদ্বোধন করলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম। ছবি- অভীক
ছবি- অভীক 

ছবি- অভীক

অভীক পুরকাইত – গণেশ পুজো উপলক্ষে সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমকে এই দিন দেখা গেল একাধিক পুজো প্যান্ডেলে। একে পুজো প্যান্ডেলে একেক রকম সাজে ধরা দিলেন তিনি। গণেশের কাছে করলেন প্রার্থনাও।
তাঁর হাতে উদ্বোধন করা পুজোগুলির ছবি টুইটারে শেয়ার করেন তিনি। অনুষ্ঠান উপলক্ষে কিছু কথাও বলেন তিনি। গণেশ পুজোর মাহাত্ম্যের কথাই তুলে ধরেন এই দিন।
অন্যদিকে রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পারিষদ সদস্য জনাব নজরুল আলী মন্ডলকে। দেখা যায় গণেশ পুজোর উদ্বোধনে। শুধু উদ্বোধন নয়, নিষ্ঠাভরে পুজো দেন তিনি। উদ্বোধনের পর তিনি ডালা হাতে বরণ করেন প্রতিমাকে। গত কয়েক বছর ধরেই বাংলায় এই পুজোর বেশ রমরমা। এই বছরও উদ্বোধন উপলক্ষে তাদের দেখা মিলল।
গড়িয়া স্টেশন অঞ্চলের এক গণেশ পুজোতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি নেতা ঋতব্রত ব্যানার্জিও লোকসভার সাংসদ মনীশ গুপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 2 =