গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ,বন্দুক সহ গ্রেফতার ছয়, Cpm প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার কার্তুজ, প্রচুর বোমা
গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ,বন্দুক সহ গ্রেফতার ছয়, 

গোসাবা : দক্ষিন ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচেছেন তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা। তিনি স্থানীয় ৪৪ নম্বর বুথের তৃণমূলের সহ সভাপতি। এলাকায় গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন বেরিয়ে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলে। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ছয় দুষ্কৃতিকে গ্রেফতার করে। গুলি চালানোর সময় গুলির আঘাতে জখম হয়েছে এক অভিযুক্ত। সাইফুদ্দিন মোল্লাই গুলি চালায় বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ঐ এলাকায় মঙ্গলবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ Cpm প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার কার্তুজ, বোমা তাজা বোমা উদ্ধার করেছে।
ঘটনার পিছনে সঠিক কি কারণ রয়েছে সে সম্পর্কে তদন্ত করছে গোসাবা থানার পুলিশ।
এই প্রসঙ্গে সিপিএমের পক্ষ থেকে সমস্ত ঘটনার অস্বীকার করেছে। মূলত সমস্ত ঘটনাটি পরিকল্পনা করে তাদেরকে ফাঁসানো হচ্ছে ।
ধৃত ছয় অভিযুক্তকে আজ আলিপুর কোর্টে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =