মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের অভিযোগ সোনারপুরে
মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের অভিযোগ সোনারপুরে

অভিক পুরকাইত,সোনারপুর-মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের অভিযোগ। রাস্তার পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার রক্তমাখা হাতুড়িও। ইতিমধ্যে হাতুড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাথায় হাতুড়ি জাতীয় জিনিস দিয়ে মারার আঘাতের চিহ্ন আছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের হরপুরের বাসিন্দা সুফল নস্কর। শনিবার দুপুরে তিনি জমিতে সার দেওয়ার কাজ করছিলেন। এলাকার অনেক বাসিন্দাই তাকে জমিতে সার দিতে দেখেন। তারপরেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যায়।

পরিবারের লোকের দাবি জায়গা জমি সংক্রান্ত ঝামেলা চলছিল। বিষয়টি পঞ্চায়েতে বসে মিটমাট করারও চেষ্টা করা হয়। তারমধ্যেই এই খুনের ঘটনা। প্রতিবেশী যাদের সাথে জমিজমা সংক্রান্ত ঝামেলা তারাই এই খুনের ঘটনার সাথে যুক্ত বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =