মানবিক কলকাতা পুলিশ
মানবিক কলকাতা পুলিশ

আজ বিকেলে রোজকার মতো মা ফ্লাইওভার এর ওপর নিজের মোটরসাইকেল নিয়ে টহল দিচ্ছিলেন ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট মিখাইল হোসেন। বিশ্বকর্মা বিল্ডিং-এর কাছে পৌঁছে তিনি দেখতে পান একটি প্রাইভেট গাড়ি ফ্লাইওভার এর ধারে দাঁড়িয়ে আছে। গাড়িটির কাছে গিয়ে সার্জেন্ট মিখাইল লক্ষ্য করেন যে চালক অচৈতন্য হয় পড়ে আছেন।

অবস্থা বেগতিক দেখে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন সার্জেন্ট মিখাইল। নিজের মোটরসাইকেলটি মা ফ্লাইওভার-এ সাইড করে রেখে, উঠে পড়েন সেই গাড়িটিতে। বোঝেন তাড়াতাড়ি কিছু না করলে বিপদ হতে পারে।তাই নিজেই সেই গাড়িটি চালিয়ে মা ফ্লাইওভার থেকে নেমে আসেন এবং সোজা পৌঁছে যান কাছের একটি সরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা দ্রুত লোকটির চিকিৎসা শুরু করেন। আনন্দের কথা তিনি এখন ভালো আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − four =