১০ই জুন, কলকাতা: শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে তারা টাই ব্রেকারে ৪ – ১ গোলে হারালো নদীয়া জেলা ক্রীড়া সংস্থাকে। নির্ধারিত সময়ের খেলা ১ – ১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। দক্ষিণ ২৪ পরগনার পক্ষে গোল করেন মাসুদ আলি ও নদীয়ার পক্ষে গোল দেবাশীষ হালদারের।
বিজয়ী দল দক্ষিণ ২৪ পরগনা ট্রফি সহ ১ লক্ষ টাকা ও রানার্স আপ নদীয়া ট্রফি সহ ৬০ হাজার টাকা আর্থিক পুরস্কার পায়। ম্যান অব দ্যা ম্যাচ দক্ষিণ ২৪ পরগনার মাসুদ আলি মেডেল ও ৫০০০ টাকা, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট সাহিল মণ্ডল প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরামের নামাঙ্কিত পুরস্কার পান। ম্যান অব দ্যা টুর্নামেন্ট এর পুরস্কারটি কালীঘাট মিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়।পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, ডি সি সাউথ সুবর্বান আর্শিদ বেলাল, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, বিশ্বজিৎ ভাদুড়ী, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ ও শেখ নজরুল ইসলাম।ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেন আগামী বছর প্রতিযোগিতা অনূর্ধ্ব – ১২, অনূর্ধ্ব – ১৭ এর পাশাপাশি অনূর্ধ্ব – ১৫ বিভাগেও এই প্রতিযোগিতা হবে।