ইন্ডিয়া জোট নিয়ে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে সওয়াল মমতা ব্যানার্জির।
ইন্ডিয়া জোট নিয়ে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে সওয়াল মমতা ব্যানার্জির। ছবি- অভীক পুরকাইত
ছবি- অভীক পুরকাইত

র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে সওয়াল মমতা ব্যানার্জির। ছবি- অভীক পুরকাইত

অভীক পুরকাইত,কলকাতা:-সম্প্রতি যাদবপুরে ছাত্রমৃত্যু ও র‌্যাগিং ইস্যুতে তোলপাড় সারা বাংলা। র‌্যাগিংমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইতিমধ্যেই সরব তৃণমূল। টিএমসিপি যাদবপুর ইস্যুকে হাতিয়ার করে নেমে পড়েছে। সেখানে নতুন ইউনিট খুলেছে টিএমসিপি। আজ, সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের থিম হচ্ছে র‌্যাগিং বিরোধিতা। সংগঠনের তরফে জানানো হয়েষ, এদিন দুপুরে মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবসে এটাই প্রধান ইস্যু ছিল। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষেও সওয়াল করে টিএমসিপি নেতৃত্ব। প্রধান বক্তা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়,সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও টিএমসিপি-র শীর্ষ নেতনেত্রীরা ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করে।

প্রতি বছরই ২৮ আগস্ট দিনটিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে থাকে শাসকদল। এবছরও তার ব্যতিক্রম হল না। সোমবার সকালেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে ছাত্র সমাজের ভূমিকা ও সামগ্রিকভাবে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ায় উৎসাহ দিয়েছেন তাঁরা। দিনভর ধর্মতলার মেয়ো রোডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 13 =