যাদবপুরের মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করলেন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃনঙ্কুর ভট্টাচার্য্য ও নেত্রী রাজন্যা হালদার
মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃনঙ্কুর ভট্টাচার্য্য ও নেত্রী রাজন্যা হালদার। ছবি-অভীক পুরকাইত

মৃত পড়ুয়ার মা কে আশ্বাস তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যার

অভীক পুরকাইত:-স্বপ্নদীপের বাড়িতে টিএমসিপি নেতৃত্ব,বাবা মায়ের সাথে কথা বললেন রাজ্য টিএমসিপির সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য্য ও রাজন্যা হালদার । হাইকোর্টে টিএমসিপি তরফে যে কেস করা হয়েছে রেগিং নিয়ে। সেই মামলা নিয়ে স্বপ্নের বাবার সাথেও আলোচনা করে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব।
স্বপ্নের মা সহ পরিবারের লোকেদের সান্তনা দেন রাজন্যা,ইফতার ভাই বলেও মন্তব্য করেন টিএমসিপির এই নেত্রী। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে জানান টিএমসিপির রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য্য।
মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে রাজন্যা সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেই সময় রাজন্যা কড়া ভাষায় আক্রমণ শানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাক্র ইউনিয়নকে। তিনি বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিয়নের দায়িত্বে রয়েছে বাম সমর্থিত সংগঠন। তারা যে এত নৃশংস অত্যাচারী সেটা কল্পনা করা যায় না।’ সিসিটিভি ইস্যুটি তুলে ধরেন রাজন্যা। তিনি বলেন, ‘বাম ও অতি বাম সমর্থকরা তাদের নৃশংসতা ঢাকতেই সিসিটিভি লাগাতে দিচ্ছে না।’
উল্লেখ্য, রাজন্যাকে টিএমসিপি-র যাদবপুর বিদ্যালয় ইউনিটের সভাপতি হিসাবে বেছে নেওয়া হয় গত শুক্রবার। অন্যান্য কলেজে-বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির দাপট থাকলেও যাদবপুরে সেভাবে দাঁত ফোটাতে পারেনি তারা। এরই মাঝে অবশ্য বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুতে পরিস্থিতি বিগড়েছে সেখানে। রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =