রানা চক্রবর্তী, কোলকাতা : নতুন মরসুমের জন্য মোহনবাগানের জার্সি উন্মোচন হল। মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার মোমিনপুরের অফিসে। এদিন সঞ্জীব গোয়েঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বকাপার তথা বাগানের নতুন ফুটবলার জেসন কামিন্স আর বাগানের নতুন ভারতীয় ফুটবলার অনিরুদ্ধ থাপা।জার্সিতে রয়েছে আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার লখনউসুপার জায়ান্ট এর ছায়া।-জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে বিশ্বকাপার জেসন কামিন্স জানান, ‘এ লিগে খেলেই আমি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছি ঠিক। কিন্তু এখন মোহনবাগানের মত বড় ক্লাবে খেলেই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই। বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে খেলেছিলাম। দারুণ একটা মুহূর্ত ছিল। আমরা ভালো খেলেছিলাম। গ্ৰুপ থেকে পরের রাউন্ডে উঠেছিলাম। তবে, আর্জেন্টিনার কাছে আমরা হেরে বিদায় নিয়েছিলাম। তবে ওরাই বিশ্বকাপ জিতেছে।’কলকাতার ডার্বি সম্পর্কে কি জানেন! কামিন্স জানালেন,মোহনবাগানের হয়ে প্রত্যেক ম্যাচেই প্রচুর গোল করার চেষ্টা করব। সেটা ডার্বি হোক বা অন্য ম্যাচ। আমি ডার্বি নিয়ে উত্তেজিত। আগে থেকেই ডার্বি নিয়ে জানি। এখানকার ফ্যানদের দেখেছি খুব ভালো লাগলো।তাদের প্যাশান থেকে। আমি বড় ম্যাচে খেলতে ভালোবাসি। আমি বড় ম্যাচের খেলোয়াড়। ভারতীয় ফুটবল নিয়ে আমি আগেই জানতাম। এখানে প্রচুর সমর্থক রয়েছেন।’সঞ্জীব গোয়েঙ্কা জানালেন, তাঁদের কাছে সবুজ মেরুন জার্সির আবেগ সবার আগে। সবসময় তারা ভালো দল করার চেষ্টা করেন। ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − five =