গতকাল মহামায়াতলা জয়হিন্দ অডিটোরিয়ামে মঞ্চস্থ হল বিখ্যাত বাংলা নাটক "দাদার কীর্তি"
জয়হিন্দ অডিটোরিয়ামে মঞ্চস্থ হল বিখ্যাত বাংলা নাটক “দাদার কীর্তি”

গতকাল মহামায়াতলা জয়হিন্দ অডিটোরিয়ামে মঞ্চস্থ হল বিখ্যাত বাংলা নাটক “দাদার কীর্তি”। শ্রদ্ধেয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস এবং বরুণ মজুমদারের ছায়াছবি অবলম্বনে নৈহাটি ব্রাত্যজন-এর প্রযোজনায়, সোনারপুর উৎসব কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এই নাটকে অভিনয় করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক মহাশয়। নাটকটির মুখ্য উপদেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু। শ্রী অরিত্র বসুর নির্দেশনায় ও দেবাশীষ বাবুর রচনায় নাটকটি দর্শকদের মন কেড়ে নেয়। তারকাখচিত মঞ্চে উপস্থিত ছিলেন নাট্য জগতের স্বনামধন্য ব্যক্তিত্বগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eight =