
কৌস্তুভ বাগচী
কামদুনি গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ১০ বছর। এলাকায় প্রতিবাদ মিছিল। কেন এখনও সাজা পেল না অপরাধীরা? প্রশ্ন তুলে মিছিল এলাকাবাসীর। মিছিলের সামিল হন বিশিষ্টজনরাও।কামদুনিতে প্রতিবাদ সভায় অধীর রঞ্জন চৌধুরীর অডিও বার্তা নিয়ে উপস্থিত ছিল কৌস্তুভ বাগচী।

কৌস্তুভ বাগচী।