১৯শে মে, ২০২৩, কোলকাতা: এ বছরের কলকাতা লিগের খেলা শুরু হল। শুক্রবার টাউন মাঠে পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর খেলায় মুখোমুখি হয়েছিল মিলন চক্র ও মতুয়া ফুটবল ফাউন্ডেশন মিত্র সম্মিলনী। মতুয়া ফুটবল ফাউন্ডেশন মিত্র সম্মিলনী 1- 0গোলে মিলন চক্র কে পরাজিত করে। খেলার অন্তিম লগ্নে সংযোজিত সময়ের 92 মিনিটে বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন সজল দাস।

এদিন মাঠে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, শুভাশিস সরকার, রাকেশ ঝাঁ ও নজরুল ইসলাম, প্রাক্তন ফুটবলার রহিম নবি ও অশোক চন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 2 =