ছবি – অনঘ বণিক

অনঘ বণিক -গতকাল অর্থাৎ ২ই ডিসেম্বর কলকাতা পুলিশের উৎসর্গের ভলেন্টিয়ারী ব্লাড ডোনেশন শিবির ১১০১তম শিবির অনুষ্ঠিত হলো সাউথ ডিভিশনের অন্তর্গত ময়দান থানায়, উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাউথ ডিভিশনের ডিসি ২ জনাব আসিফ জামাল, উপস্থিত ছিলেন শেক্সপিয়ার থানার ওসি শ্রী জয়সূর্য মুখার্জি, চেতলা থানার ওসি শ্রী অতীন মন্ডল, নিউ আলিপুর থানার ওসি শ্রী শৈবাল রায়, আলিপুর থানার ওসি শ্রী অরূপ ব্যানার্জি, চারু মার্কেট থানার ওসি শ্রী সমরেন্দ্র নাথ চক্রবর্তী, ও দক্ষিণ বিভাগের বিভিন্ন থানার অতিরিক্ত ওসিরা, উপস্থিত ছিলেন পিজি হসপিটাল এর আউট পোস্টের ওসি শ্রী অমিত সেনগুপ্ত, ছিলেন দক্ষিণ বিভাগের সহকারি কমিশনার যথাক্রমে শ্রীপার্থ মুখার্জি, শ্রী ইন্দ্রনীল চৌধুরী, শ্রী প্রেমজিত চৌধুরী, পরে অনুষ্ঠান মঞ্চে এসে হাজির হন কলকাতা পুলিশ জয়েন্ট কমিশনার (এসস্টাবলিশমেন্ট) জনাব মিরাজ খালিদ, আই পি এস, উনি আমাদের প্রতিবেদকের কাছে আজকের রক্তদান শিবির সম্বন্ধে সবাইকে সচেতন ও ধন্যবাদ জ্ঞাপন করেন, আজ প্রায় পুলিশ সহ ৩৫ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন, আজ আমরা এই অনুষ্ঠানের কিছু ঝলক আমাদের দর্শকের কাছে উপস্থাপনা করছি এবং সমগ্র অনুষ্ঠানের সুষ্ঠমত উপস্থাপনা করার জন্য ময়দান থানার ওসি সুনির্মল রায়কে অভিনন্দন ও ধন্যবাদ জানাই,,,,,, ফটো ও রিপোর্ট,,,,,অনঘ বণিক, ময়দান থানা, কলকাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − twelve =