কলকাতা পুলিশের উৎসর্গের অধীনে ১০৮৬  তম রক্তদান শিবির
কলকাতা পুলিশের উৎসর্গের অধীনে ১০৮৬ তম রক্তদান শিবির
ছবি – অনঘ বনিক

ছবি – অনঘ বনিক
ছবি – অনঘ বনিক

অনঘ বনিক,কলকাতা:– আজ তীব্র ভ্যাপসা গরম ও মাঝে মাঝে বৃষ্টির মধ্যে তীব্র রক্ত সংকটের মধ্যে অনুষ্ঠিত হলো কলকাতা পুলিশের উৎসর্গের অধীনে ১০৮৬ তম রক্তদান শিবির, যার আয়োজক ছিলেন দক্ষিণ বিভাগের পাক স্টিট থানা, মনে রাখা ভালো এই পাক স্টিট থানার অধীনে যেরকম রয়েছে এশিয়াটিক সোসাইটি, পশ্চিমবঙ্গের এম এল এ হোস্টেল এবং অভিজাত হোটেল ক্লাব , তো অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুল ও হসপিটাল সহ নানা গুরুত্বপূর্ণ অফিস কাচারি এবং সঙ্গেও রয়েছে বিস্তীর্ণ বস্তি এলাকা , এর শুভ সূচনা করেন শ্রী প্রিয়ব্রত রায় ডিসি সাউথ, শ্রী হরে কৃষ্ণ পাই আইপিএস ডিসি এস টি এফ এর সঙ্গে ছিলেন ডিসি সাউথ টু বুদ্ধদেব মুখোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিগণ, উপস্থিত ছিলেন সহকারি কমিশনার সাউথ যথাক্রমে স্বপন মন্ডল শান্তনু চট্টোপাধ্যায় প্রেমজিৎ চৌধুরী পার্থ মুখার্জী ও ইন্দ্রনীল চৌধুরী, পড়ে অনুষ্ঠানে উপস্থিত হন শান্তনু সিনহা বিশ্বাস মহাশয় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সহকারি কমিশনার সাউথ ডিভিশন ,উপস্থিত ছিলেন শ্রী সুনির্মল রায় ওসি ময়দান, শ্রীঅতীন মন্ডল ওসি চেতলা শ্রী অরূপ ব্যানার্জি ওসি আলিপুর, শ্রী সমরেন্দ্রনাথ চক্রবর্তী ওসি চারু মার্কেট থানা, শ্রী তুষার ঘোষ ওসি টালিগঞ্জ ও শ্রী জয়ন্ত বিকাশ মৃধা অ্যাডিশনাল ওসি কালীঘাট সহ অন্যান্য থানার এডিশনাল ওসিগণ, ছিলেন পিজি হসপিটাল এর ওসি শ্রী অমিত সেনগুপ্ত ও ওসি পাশ সেকশন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মাননীয়া সদস্যা শ্রীমতি মালা রায় ও বিধায়ক শ্রী দেবাশীষ কুমার মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া জগতের ব্যক্তিত্ব শ্রী দেব দেব জিৎ ঘোষ ও অলক মুখার্জি, উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মাননীয়া পৌর মাতা সুস্মিতা ভট্টাচার্য ও সানা আহমেদ ও পৌর পিতা বাপ্পা ভট্টাচার্যী মহাশয়, আমাদের ক্যামেরার সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাননীয়া সাংসদ শ্রীমতি মালা রায় এবং উনি কলকাতা পুলিশের এই রক্তদান শিবিরের উদ্যোগের প্রশংসা করেন এই শিবিরের আরেকটি বিশিষ্ট ঘটনা হলো দুজন সম্ভ্রান্ত ইমাম সাহেব তাদের রক্ত এইসব উদ্দেশ্যে দান করেন ছিলেন, ছিলেন শ্রীমতি অ্যাঞ্জেলিনা ম্যান্টাস, মাননীয়া সদস্যা এংলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ও তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের , এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক গণ, আজকের এই শিবিরে রক্তদান করেন প্রায় ৫৫ জন তার মধ্যে পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও হোম গার্ডের সদস্য ছিলেন 22 জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − two =