ছবি : রানা চক্রবর্তী
রানা চক্রবর্তী, কোলকাতা : আজ সিএফএল-এ চতুর্থ ম্যাচে মোহামেডান তাদের প্রতিদ্বন্দ্বী ডায়মন্ড হারবার এফসির কাছে ২-১ গোলে পরাজিত হয়। মরশুমে এটা মোহামেডানের প্রথম পরাজয়। ডায়মন্ড হারবারে হয়ে গোল দুটি করেন কত বছর মোহামেডানে খেলে যাওয়া রাহুল। রাহুলকে গত বছর মোহামেডান বিশেষ সুযোগ দেয়নি খেলার শেষে রাহুল বললেন “গত বছর না খেলানোর জবাব দিলাম”। মোহামেডান খুব ম্যানেজার দিব্যেন্দু বিশ্বাস বলেন “গত বছর ওকে সুযোগ দেয়া যায়নি মার্কোস আর দাউদা টিমে থাকায়”। এদিন ম্যাচের দ্বিতীয় আর্ধে মহামাডান এর হয়ে গোল করেন ব্যারেটো কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই ডায়মন্ড হারবার একটি পেনাল্টি পায় এবং গোলটি শোধ করে। এর ২ মিনিটের মধ্যেই রাহুল একটি অসাধারণ হেড করে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। মাঠে উপস্থিত দশহাজার দর্শক একদম চুপচাপ হয়ে পড়ে অপরদিকে ডায়মন্ড হারবার দলের সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। খেলার শেষে ডায়মন্ড কোচ ভিকানো সাংবাদিকদের বলেন “আমি ছেলেদের খেলায় খুশি তবে এটাকে আমি কোন বদলার ম্যাচ হিসেবে দেখছি না।” ম্যাচ শেষে রাহুলের প্রশংসা অবশ্য শোনা গেল দু দলের মুখেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 4 =