কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন লক্ষ্ণণ শেঠ
কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন লক্ষ্ণণ শেঠ

অভীক পুরকাইত — শুক্রবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন লক্ষ্ণণ শেঠ। সেখানেই রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করে তিনি স্পষ্ট বলেন, ”আমাকে শেষ করার জন্য শুভেন্দু অধিকারী প্রবলভাবে চেষ্টা করে যাচ্ছে, তবে সে একটা অকর্মণ্য। একটা খুনের কেসে (Murder case) আমায় রেখে দিয়েছে। তার বিচার হয়তো শুরু হবে।” এরপর লক্ষ্ণণ শেঠের বক্তব্য, ”আলো বন্ধ করে নন্দীগ্রামে ভোট গণনা হয়েছে। দরজা বন্ধ করে দশ-বিশ করা হয়েছে। দশকে বিশ করা হয়েছে। যে ভোটে শুভেন্দু জিতেছেন, তা বৈধ হয়নি। আমি শুনেছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 16 =