রানা চক্রবর্তী : ইন্টারকন্টিনেন্টাল কাপের পর এবার সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন সুনীল ছেত্রীরা। কুয়েতকে হারিয়ে (IND vs KUW) নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত। ১২০ মিনিট পরেও ১-১ ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ম্যাচ জিতল ব্লু টাইগার্সরা। লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি বাঁচিয়ে ভারতের নায়ক হয়ে উঠেছিলেন গুরপ্রীত সিংহ সান্ধু। পেনাল্টি বাঁচিয়ে ভারতকে জেতালেন খেতাব।
ফাইনালে নির্ধারিত সময়েও স্কোরলাইন একই ছিল। ১৬ মিনিটেই শাবাইব আল খালদি কুয়েতকে ম্যাচে এগিয়ে দেন। ম্যাচে একাধিক ফাউল, ট্যাকেলে কোনও সময়ই দুই দলের খেলায় খুব একটা ছন্দ ছিল না। তবে গোটা টুর্নামেন্ট দুরন্ত পারফর্ম করা লালরিনজুয়ালা ছাংতে ফের ভারতের হয়ে জ্বলে উঠেন। সুনীল ছেত্রীর পাস থেকেই ভারতকে ৩৮ মিনিটে ম্যাচে সমতায় ফেরান ছাংতে।
দ্বিতীয়ার্ধে কোনও গোল হয়নি। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ৩০ মিনিটে দুই দল খুব বড় সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। তাই ১২০ মিনিট শেষে ম্যাচ শ্যুট আউটে গড়ায়। সেখানেই ফের গুরপ্রীতের দৌরাত্ম্যে ম্যাচ জিতল ভারত। এই জয়ের ফলে ভারত ১৫ ম্যাচ অপরাজিত রইল।
2⃣ Successful Penalty Shoouts in a row! INDIA 🇮🇳 ARE THE SAFF CHAMPIONS AGAIN! 🤩
KUW 1⃣-1️⃣ IND
🇰🇼: ❌ ✅ ✅ ✅ ✅ ❌
🇮🇳: ✅ ✅ ✅ ❌ ✅ ✅📺 @FanCode & @ddsportschannel 📱#KUWIND ⚔️ #SAFFChampionship2023 🏆 #IndianFootball ⚽️ pic.twitter.com/pmm0mT3gcA
— Indian Football Team (@IndianFootball) July 4, 2023