চেয়ার নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে মঞ্চেই বসে প্রচার পরিচালনা করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি
চেয়ার নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে মঞ্চেই বসে প্রচার পরিচালনা করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি

কোচবিহার:বসার মত পর্যাপ্ত চেয়ার ছিল না মঞ্চে, মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের তিন হেভি ওয়েট মন্ত্রী। তাই বসার জায়গা হয়তো হলো না কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের। একপ্রকার মঞ্চের মেঝেতে বসে সভা পরিচালনা করলেন তিনি। মাটির মানুষ অভিজিৎ দে ভৌমিক তাই তার কোনোটাতেই কোন অসুবিধা নেই। হাসিমুখে বললেন আমি মানুষের প্রতিনিধি। কোচবিহার পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রচারে এসেছিলেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারী প্রাননাথ হাই স্কুলের মাঠে ছিল জনসভা। সেখানেই এই অভিনব দৃশ্য দেখা গেল। তবে সাধারণ কর্মীরা বললেন, অভিজিৎ বাবু নয় আমাদের কাছে তিনি হিপ্পি দা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ তিনি। উনি যেভাবে আছেন সেভাবেই ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + two =