ছবি – অনঘ বনিক

ছবি – অনঘ বনিক

অনঘ বনিক – আজ স্থানীয় বিধায়ক অর্থাৎ সোনারপুর উত্তরের শ্রীমতি ফিরদৌসী বেগম ও সোনারপুর পঞ্চায়েত সমিতির সদস্য বরুন সরদার উভয় খেয়া দেয় সোনারবাড়ী বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের মধ্যে শুভ অষ্টমীর পূর্ণ লগ্নে শীতের সাল ও ফল দান করেন আমরা তার কিছু ঝলক দর্শকদের জন্য প্রেরণ করছি। উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী শ্রী শংকর সিনহা, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর ও বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ মহাশয় শাড়ি ও জামা দান করেন। বিধায়কা ফিরদৌসী বেগম প্রায় ২০০ টি সাল এই সোনার বাড়ি বৃদ্ধাশ্রমে আজ দান করেন। এবং আবাসিকদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 8 =