ছবি : রানা চক্রবর্তীছবি : রানা চক্রবর্তী আইএসএল এ সহজ জয় দিয়ে শুরু মোহনবাগানের।ছবি : রানা চক্রবর্তী রানা চক্রবর্তী, কলকাতা :২০২৩-২৪ এর আই এস এল যাত্রা শুরু করল মোহনবাগান ৩ – ১ জয় দিয়ে শুরু করে। প্রতিপক্ষ আই এস এল এর নতুন দল পাঞ্জাব আজ কোন দাগ ফেলতে পারিনি। খেলার প্রথম মিনিট থেকেই মোহনবাগানের দ্বিমিত্রী কামিংস লিস্টান দের দাপটে পাঞ্জাব দলটি ছন্দ হারিয়ে ফেলে। একটি সংগঠিত আক্রমণ থেকে খেলার ১০ মিনিটে কামিংস মোহনবাগানকে ১ – ০ গোল করে এগিয়ে দেয়। মাঝে তুই একটা বিক্ষিপ্ত আক্রমণ অবশ্য পাঞ্জাব করে, যার একটি থেকে তারা গোল করলেও রেফারি বাতিল করে দেন অফসাইড বলে। খেলার ৩৫ মিনিটে দ্বিমিত্রী আক্রমণে এসে অতর্কিত জোরালো শট নেন ও দলকে ২ – ০ এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে মোহনবাগান একটু হালকা চালিয়ে শুরু করে। এই সময় মার্টিনের ভুল ব্যাক পাস ধরে পাঞ্জাব অধিনায়ক লুকা একটি গোল শোধ করে দেন।