ছবি : সুদীপ চন্দ

সুদীপ চন্দ ও রানা চক্রবর্তীকলকাতা, ৩রা অগাস্ট, ২০২৩: আজ ১৩২তম ডুরান্ড কাপের প্রথম খেলা ছিলো বাংলাদেশ আর্মি বনাম মোহনবাগান সুপার জায়ান্টস। খেলার রেজাল্ট ৫-০ (Liston Colaco 14’, Manvir 30’ Suhail 40’ Hnamte 57’ Kiyan Nasiri 89”)। বাংলাদেশ আর্মি একাদশকে নিয়ে মোহনবাগান একপ্রকার ছেলেখেলা করেছে। খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় লিস্টন কলাসো প্রথম গোল করে দলকে এগিয়ে যান। ৩০ মিনিটের মাথায় নিজেদের পেনাল্টি বক্সে একটি ফাউল করলে রেফারি বাংলাদেশ টিমের বিরুদ্ধে পেনাল্টি নির্দেশ দেন যা থেকে মানবির সিং গোল করেন,

ছবি : সুদীপ চন্দ

এরপর ৪০ মিনিটের মাথায় কাশ্মীরি স্ট্রাইকার সোহেল ভাট দলের তৃতীয় গোলটি করেন। সোহেলের গোলটি সত্যিই দর্শনীয় ছিল। উনি আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে ঠান্ডা মাথায় বলটি জালে পাঠান। দ্বিতীয় আর্ধে বাংলাদেশ দল আরো বেদম হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্মি একাদশের মিজানুর রহমান রেড কার্ড দেখেন ফলে বাংলাদেশ দল দশজনে খেলতে থাকে।

ছবি : রানা চক্রবর্তী

৫৭ মিনিটের মাথায় হামতে দলকে চার গোলে এগিয়ে দেন। খেলা ভাঙ্গার মিনিট দুইয়েক আগে বাংলাদেশ দলের বিরুদ্ধে পঞ্চম গোল করেন বদলি খেলোয়াড় কিয়ান নাসির। উল্লেখযোগ্য আজ মোহনবাগান সুপার জয়েন্ট দলে কোন বিদেশি খেলেনি। আইএসএল ও সিএফএল খেলোয়াড়দের মিশ্রণে দল গঠিত হয়। মোহনবাগানের পরের খেলা ১২ ই আগস্ট ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =