সুদীপ চন্দ, কলকাতা : প্লেয়াররা চান ভরা গ্যালারি। সমর্থকদের প্রত্যাশা সাফল্য। প্রতি ম্যাচে জয়, ট্রফি। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এ বার লক্ষ্য আরও বড়। মরসুমের শুরু থেকেই কোচ হুয়ান ফেরান্দো বলে আসছেন সেই লক্ষ্য়র কথা। এএফসি কাপ। কিন্তু ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ডার্বি হারে যেন আত্মবিশ্বাসে কিছুটা ধাক্কা লেগেছিল। টানা আটটি ডার্বি জয়ের পর একটা হার। সমর্থকদের ক্ষত ভরাতে পারে, ডুরান্ড জয়।
ইস্টবেঙ্গল, মোহনবাগান দু-দলই সেমিফাইনালে উঠেছে। ফাইনালে আরও একটা ডার্বি হতেই পারে। সেই দু-ম্যাচেই ৩-১ এর ব্যবধানে জিতেছিল মোহনবাগান। তারপরও কোচ হুয়ান ফেরান্দো বলেছিলেন, দল ৫০ শতাংশ প্রস্তুত! ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে এ দিনও মুম্বইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ৩-১ গোলে জয়।
হুয়ান ফেরান্দো এখনও বলছেন, প্রচুর ভুল ত্রুটি রয়েছে। সমর্থকরা স্কোর লাইনে খুশি হলেও কোচের চোখে অনেক ভুল ত্রুটি ধরা পড়বে, সেটাই প্রত্যাশিত। সেগুলো শুধরে সাফল্যের ধারা বজায় রাখাই তাঁর কাজ। মুম্বইয়ের বিরুদ্ধে এর আগে সাত বারের চেষ্টায় জয়ের মুখ দেখেনি মোহনবাগান। অবশেষে জয়। ম্যাচের শুরু থেকে শেষ অবধি ভরা গ্যালারি। সারাক্ষণ ফুটবলারদের তাতিয়ে গেলেন সবুজ মেরুন সমর্থকরা। ম্যাচের অন্যতম গোলদাতা মনবীরের কাঁধে উঠতে দেখা গেল বিশ্বকাপার কামিন্সকে। গ্যালারিতে ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা।