- সন্দীপন দত্ত, কলকাতা : প্রতিবছরের মত এ বছরেও মোহনবাগান দিবস উদযাপিত হল। সেই উপলক্ষে মোহনবাগানের অন্যতম তারকা ফুটবলার শ্রী সুব্রত ভট্টাচার্য তিনি তার আত্মজীবনীমূলক একটি বই প্রকাশ করলেন যার নাম দেয়া হয়েছে “ষোল আনা বাবলু” এবং বলা হয়েছে বিতর্কিত আত্মজীবনী। এই আত্মজীবনীতে মুখবন্ধ বা ভূমিকায় লিখেছেন ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম খেলোয়ার শ্রী মনোরঞ্জন ভট্টাচার্য এবং সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দেবাশীষ দত্ত, সুব্রত ভট্টাচার্য , ভারতের ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রী এছাড়াও ছিলেন তার স্ত্রী ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। চির প্রতিদ্বন্দী ইস্টবেঙ্গল ক্লাব থেকে উপস্থিত হয়েছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য এবং ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্ণধার দেবব্রত সরকার। প্রতিবছরের মতো এ বছরেও মোহনবাগান দিবস উপলক্ষে আগামীকাল মোহনবাগানরত্ন পুরস্কৃত করা হবে। এ বছর পুরস্কৃত হবেন বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার।