সমবায় ব্যাংকের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ
সমবায় ব্যাংকের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ

অভীক পুরকাইত,সোনারপুর:- সোনারপুরের লাঙ্গলবেরিয়াতে লাঙ্গলবেরিয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ব্যাংকের সামনে নিজেদের টাকা ফেরদের দাবিতে আন্দোলন শুরু করেছে. তাদের অভিযোগ আমানতকারীরা টাকা দিয়েও টাকা ফেরত পাচ্ছে না, এমনকি লক্ষীর ভান্ডারে যে টাকা ঢুকেছে সে টাকাও তুলতে পারছে না, গ্রাহকরা. গ্রাহকদের কোটি কোটি টাকা ফেরতের দাবিতে ব্যাংকের সামনেই শুরু হয়েছে আন্দোলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − four =